সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২ ফেব্রুয়ারি) রোববার সকালে সিরাজগঞ্জের কাজিপুরে অবস্থিত ইন্সটিটিউটের অডিটোরিয়ামে পরিচয় পর্ব ও আলোচনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতে ৪র্থ ব্যাচের সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠান কর্তপক্ষ।এতে সভাপতিত্ব করেন
সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ, প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর শাহ মোঃ নূরুল আহসান, প্রতিষ্ঠানের শিক্ষক ইঞ্জিনিয়ার সেলিম রেজা, ইঞ্জিনিয়ার আল-আমীন মিয়া, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম’সহ ইন্সটিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ। #
Development by: webnewsdesign.com