সিরাজগঞ্জে ৫৮ লাখ টাকার কোকেনসহ ৪ বিক্রেতা আটক

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | ১:৩৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জে ৫৮ লাখ টাকার কোকেনসহ ৪ বিক্রেতা আটক
apps

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৫৮০ গ্রাম কোকেনসহ চার বিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

আটক চার জন হলেন-উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্যগাঁতী গ্রামের হাজী আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩১), একই উপজেলার শুকলাহাট এলাকার মৃত মন্টু রাম হালদারের ছেলে বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬), পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সুবৈদ্য মরিচ গ্রামের ইয়াছিন প্রামাণিকের ছেলে আব্দুল জুব্বার (২৪) ও একই উপজেলার ময়দানদিঘী এলাকার গোলাম মোস্তফার ছেলে জাহিদ হাসান
(৪০)।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যার আগে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কোকেনের মূল্য প্রায় ৫৮ লাখ টাকা।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কোকেন পাচারকাজের সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com