সিরাজগঞ্জে মর্গ থেকে নারীর মরদেহে থাকা স্বর্ণ চুরি, আটক ৩ ডোম

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১২:৪৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জে মর্গ থেকে নারীর মরদেহে থাকা স্বর্ণ চুরি, আটক ৩ ডোম
apps

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের রেষারেষিতে পিষ্ঠ হয়ে সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী (৪০), ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র মাশবুবুর রহমান (১২) ও মেয়ে নার্সারীর ছাত্রী সোয়াইবা রহমান (৬) নিহত হয়।

পরে ওই দিন ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ নিহত শিক্ষিকা ও তার ছেলেমেয়ের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর পরিবার থেকে ময়নাতদন্ত না করার পরিপ্রেক্ষিতে আবেদন করলে সেটি মঞ্জুর হয়। এরপর লাশ দাফন করার জন্য রোববার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মর্গে থেকে লাশ বাসায় নেয় স্বজনরা।

তারা বাসায় নিয়ে দেখে নিহত শিক্ষিকার সঙ্গে সোনার একটি চেইন, দুইটি অ্যাংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল ছিল। পরে মর্গে থেকে লাশ পাওয়ার পর শিক্ষিকার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার পায়নি মর্মে সিরাজগঞ্জ সদর থানাকে অবগত করেন।

পরে পুলিশ সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের ডোম রানা, শাহ আলম, সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা গলার চেইন, দুইটি অ্যাংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল চুরির কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য মতে, বাসা থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী মুঠোফোনে জানান, নিহত শিক্ষিকার স্বজনদের অভিযোগের ভিত্তিতে ৩ ডোমকে সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটক করা হয়েছিলো। তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত স্কুল শিক্ষিকার বড় ভাই মুসফেকুস সালেহীন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে জানান পুলিশ স্বর্ণালঙ্কার গুলো উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। অপরদিকে শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জরিতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রোববার (৭ ফেব্রুয়ারি) স্কুল শিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি কালাচাঁন মোড় এলাকায় পৌঁছালে বেলকুচি থেকে সিরাজগঞ্জ গামী জাহাঙ্গীর পরিবহনের একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে রিকশাটি ট্রাকের পেছনে ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকার রুনী ও তার ছেলে নিহত হয়।

এ সময় গুরুতর আহত হয় রিকশাচালক চাঁন মিয়া ও শিশু সোয়াইবাকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু সোয়ায়েবাকে মৃত ঘোষণা করে।

Development by: webnewsdesign.com