সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল মতিন নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।আজ মঙ্গলবার সকালে উসমান গং আব্দুল মতিনের বাড়ির সামনে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।একপর্যায়ে ধাওয়া খেয়ে পালানোর সময় প্রতিপক্ষ উসমান গ্রুপের লোকজন চারদিক থেকে ঘিরে ধরে মারপিটের একপর্যায়ে ফালা বিদ্ধ হয়ে গুরুতর আহত হন মতিন। এ ঘটনায় আহত হয় উভয়পক্ষের অন্তত ১৫ জন। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন সরকার জানান, জমির বিরোধের জেরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মতিন সরকার গং ও ওসমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালের সংষর্ঘে মতিন আহত হন। রায়গঞ্জ স্বাস্থ্য কমপেক্স নেয়া হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
অতিরিক্ত রক্তক্ষরণে মতিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Development by: webnewsdesign.com