সিরাজগঞ্জের  বেলকুচিতে ১৪৪ ধারা জারি

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ | ১১:৫১ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের  বেলকুচিতে ১৪৪ ধারা জারি
apps

সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন পরিষদ ফোরাম ও উপজেলা এবং পৌর ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।বুধবার রাতে চালা বাসস্ট্যান্ড থেকে সরকারি কলেজ মোড় বঙ্গবন্ধু স্কয়ার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান।

ইউএনও আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার চালা বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন ফোরাম ও উপজেলা এবং পৌর ছাত্রলীগ একই জায়গায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি আহ্বান করে৷ পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণে চালা থেকে বঙ্গবন্ধু স্কয়ারের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর থেকে ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকিং করে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জুন বিকালে পূর্ব শত্রুতার জের ধরে বেলকুচি পৌর এলাকার মাজেমের ঢাল এলাকায় উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আবদুল কাদের তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে৷এ হামলার প্রতিবাদে বেলকুচি উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরাম বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগ মানববন্ধন ও সমাবেশ আহ্বান করে।

Development by: webnewsdesign.com