সিনেপ্লেক্সে দৈনিক ১৮টি করে শো চলছে পরাণ এর

বুধবার, ২০ জুলাই ২০২২ | ১:০০ অপরাহ্ণ

সিনেপ্লেক্সে দৈনিক ১৮টি করে শো চলছে পরাণ  এর
apps

ঈদে মুক্তি পেয়েছে পরাণ সিনেমাটি। ঈদের প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সের দাপটের সঙ্গে চলছে পরাণ। শুরুতে তিনটি শো পেলেও মুক্তির এক সপ্তাহের মাথায় দৈনিক ১৮টি করে শো পেয়েছে রায়হান রাফী পরিচালিত ছবিটি।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সবগুলো শাখা মিলিয়ে এখন থেকে দৈনিক ১৮টি করে শো চলছে পরাণ এর। শুধু সিনেপ্লেক্সে এভাবে যদি ভালো চলে, তবে এখান থেকে সিনেমার বাজেট তুলে আনা সম্ভব।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, সপ্তাহ পার হতেই বাংলা সিনেমার এতগুলো শো, এটা বিশাল ব্যাপার এবং সিনেপ্লেক্সে বাংলা সিনেমার ব্যবসায় অনেক রেকর্ড করতে পারে বলে আমরা আশা করতে পারি।

ত্রিভুজ প্রেমের পরাণ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

Development by: webnewsdesign.com