সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাসে হাফ ভাড়া বিষয়ে বসা বৈঠক

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ২:২৪ অপরাহ্ণ

সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাসে হাফ ভাড়া বিষয়ে বসা বৈঠক
apps

সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাসে হাফ ভাড়া বিষয়ে বসা বৈঠক। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এই আলোচনা শুরু হয়। তবে বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি।

আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, বিআরটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. আশফাক। এছাড়াও বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বিআরটিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com