জাতীয় স্টেডিয়ামে আর মাত্র কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল লড়াই। এই দুদলের ম্যাচের আগে সম্ভাব্য একাদশ নিয়ে চলছে শেষ মুহূর্তের গবেষণা। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সম্ভাব্য সেরা একাদশই মাঠে নামাবেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। গত মার্চে ভারতের বিপক্ষে খেলানো একাদশে কৌশলগত কিছু পরিবর্তন আসছেন এই স্প্যানিশ কোচ।
গত ভুটানের বিপক্ষে খেলোয়াড়দের যাছাই-বাছাই করে নেওয়ার সুযোগ হয়েছে কাবরেরার। দলে এসেছেন নতুন কয়েকজন প্রবাসী ফুটবলার। দলে মিডফিল্ডারের আধিক্য হওয়ায় একাদশ গঠন করতে গিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে কোচকে। সিঙ্গাপুরের আক্রমণভাগ ভয় জাগানিয়া। এ বিষয়টি মাথায় রেখে রক্ষণভাগে বাড়তি গুরুত্ব দেবেন বাংলাদেশ কোচ। তাই কাবরেরার প্রথম একাদশে রক্ষণভাগে ভরসা রাখতে পারেন ডিফেন্ডার ইসা ফয়সাল, তপু বর্মণ, তারিক কাজী ও তাজ উদ্দিনের প্রতি। আর ডিফেন্সিভ মিডফিল্ডার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন দেওয়ান হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াকে। উপরের দিকে খেলতে পারেন নবাগত মিডফিল্ডার শমিত সোম, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন। আক্রমণভাগ সামলাতে পারেন আল আমিন।
এই কৌশলে খেলালে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে একাদশ সাজাতে পারেন কোচ কাবরেরা। আবার যদি একাদশ থেকে জামালকে বাদ দেওয়া হয় সুযোগ মিলতে পারেন শেখ মোরসালিনের। কানাডা প্রবাসী কাজেম শাহও একাদশে জায়গা পাওয়ার দাবি রাখে। এক্ষেত্রে কাবরেরার পছন্দের ৪-৩-২-১ ফরমেশন দেখা যেতে পারে। গত ম্যাচে গোল করলেও একাদশে বিবেচনায় থাকছেন না সোহেল রানা। তার জায়গায় হামজার সঙ্গে মিড ফিল্ডে যদি শমিত জুটি বাধেন তাহলে ফরমেশনে বদল আসতে পারে। এখন দেখার বিষয় কোন ফরমেশনে কাকে দলে রাখেন কোচ কাবরেরা।
Development by: webnewsdesign.com