সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘রাধে’। বৃহস্পতিবার (২২ এপ্রিল) মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। ২ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারেই দর্শকমাত করেছেন সাল্লু ভাই। ভক্তদের ধারণা, এবারের ঈদে বক্স অফিস কাঁপাবে বলিউড ভাইজান।
মুম্বাই শহরের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন প্রভুদেবা। সিনেমায় এনকাউন্টার স্পেশালিস্টের ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান। মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষার দায়িত্ব পরে তার হাতে। তিনিও প্রতিশ্রুতি দেন শহর পরিষ্কার করার।
পুরো সিনেমায় অ্যাকশন, রোমান্স, সাসপেন্স আর কমেডি থাকছে। ট্রেলার থেকেই তার ধারণা পাওয়া যাচ্ছে। ‘রাধে’ সিনেমায় সালমানের বিপরীতে আছেন দিশা পাটানি। সিনেমা ‘দিয়া’ চরিত্রে দেখা যাবে দিশাকে।
চলতি বছরের ১৩ মে মুক্তি পাবে ‘রাধে’। সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। দর্শক মালিকদের অনুরোধে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি প্রদর্শন হবে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
Development by: webnewsdesign.com