সারাদেশে রেলপথ সম্প্রসারণের কাজ চলছে : রেলমন্ত্রী

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১:০১ অপরাহ্ণ

সারাদেশে রেলপথ সম্প্রসারণের কাজ চলছে : রেলমন্ত্রী
apps

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশের ৬৪টি জেলায় রেলপথ সম্প্রসারণের কাজ চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই দেশের প্রত্যেকটি জেলায় ট্রেন নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে।আজ রবিবার সকাল ১১টায় নগরের পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, রেলওয়ে এক সময় স্বকীয়তা হারাতে বসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদূরপ্রসারী পরিকল্পনায় এ রেল আবারও সগৌরবে ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর কয়েকটি মেগা প্রকল্পের মধ্যে কক্সবাজার রেলপ্রকল্পও একটি।

 

 

 

 

তার নির্দেশেই ঢাকায় মেট্রো ট্রেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর কাজ চলছে। তিনি এ রেল ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছেন।তিনি বলেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এ কাজ শেষ হলে রেলে এ রুটে বৈপ্লবিক পরিবর্তন হবে। চট্টগ্রাম থেকে ঢাকা খুব কম সময়ে যাওয়া যাবে।রেলওয়ে এখন একটি প্রতিষ্ঠানে রূপলাভ করেছে জানিয়ে তিনি বলেন, এ প্রতিষ্ঠানে হাসপাতাল আছে, স্কুল আছে, নিজস্ব নিরাপত্তাবাহিনী ও যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থাও আছে। আমরা এখন আর অন্যের ওপর নির্ভরশীল নই।

Development by: webnewsdesign.com