সারাদেশে আলেমদের গ্রেফতারের নিন্দা আনাস মাদানীর

বুধবার, ২১ এপ্রিল ২০২১ | ১১:৪০ পূর্বাহ্ণ

সারাদেশে আলেমদের গ্রেফতারের নিন্দা আনাস মাদানীর
apps

রমজান মাসে সারাদেশে আলেম, শিক্ষক ও মাদ্রাসা ছাত্রদের গ্রেফতার করার কথা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর ছেলে ও আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের আমির মাওলানা আনাস মাদানী।

সোমবার রাতে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের দফতর সম্পাদক মোহাম্মদ সালমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

মাওলানা আনাস মাদানী বলেন, বিচারের নামে নিরপরাধ কাউকে যেন অযথা হয়রানির শিকার না হতে হয়, এ বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, এটা আমাদেরও দাবি।

তিনি বলেন, আব্বাজান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ছিলেন এদেশের কওমি মাদ্রাসার জন্য আল্লাহর বিশেষ রহমতস্বরূপ। তিনি সবসময় ইসলাম ও মুসলমানের কল্যাণের কথা ভেবেছেন। সব দল ও মতের মানুষের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রেখে চলতেন।

স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়ে মাওলানা মাদানী বলেন, ‘লকডাউনের মধ্যেও কওমি মাদ্রাসার শিক্ষাপদ্ধতির প্রতি সুবিচার করে, বিশেষ ব্যবস্থাপনায় হলেও মাদ্রাসাগুলোকে অতি দ্রুত খুলে দেওয়া হোক।’

Development by: webnewsdesign.com