সাভারে ২০১০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি আটক

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | ১২:১৭ অপরাহ্ণ

সাভারে ২০১০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি আটক
apps

সাভারের কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ নরুল ইসলাম নুরু (৫৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৪। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) রাতে কাঞ্চনপুর বেদেপল্লী এলাকার সোহেল রানার বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নুরুল ইসলাম মাদক বিক্রির উদ্দেশে বেদেপল্লীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০১০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা রয়েছে।

Development by: webnewsdesign.com