এক সময় আইন ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা ঢাকা-২ আসনের সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলামের দায়ের করা মামলায় স্থানীয় এক ডিশ ব্যবসায়ীকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গতকাল (মঙ্গলবার) শুনানি সেশে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি দায়ের করেন কামরুল ইসলাম।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
অপরদিকে অ্যাডভোকেট জায়েদুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচ করে রিমান্ডের ওই আদেশ দেন।
Development by: webnewsdesign.com