সাদুল্লাপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | ৬:২১ অপরাহ্ণ

সাদুল্লাপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
apps

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার আশরাফুল ইসলাম (৩৫) ও লিখন মিয়া (৩৭) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৭০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। ২ মার্চ মঙ্গলবার বিকেলে আটকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে ভোর রাতে সাদুল্লাপুর শহরতলীর জয়েনপুর গুচ্ছগগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম ওই গ্রামের তাহের মিয়ার ছেলে ও লিখন মিয়া আব্দুল মান্নান মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মাদককারবারি আশরাফুল ও লিখনকে আটক করা হয়। এসময় আশরাফুলের কাছ থেকে ৫০০ গ্রাম ও লিখনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা সাংবাদিকদের বলেন, আটকদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করার পরে মঙ্গলবার বিকেলে বিজ্ঞ আদালতে পাঠানো হয় । এছাড়া আশরাফুলের বিরুদ্ধে আরো ৪টি মামলা বিচারাধীন রয়েছে। মাদকমুক্ত সাদুল্লাপুর গড়তে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

Development by: webnewsdesign.com