সাতক্ষীরা পৌরসভার ভোট গ্রহন চলছে। সকাল ৮ থেকে শুরু হয়েছে ইভিএম এ ভোট গ্রহন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে মোটামুটি উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়লে আরও উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ যে, এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মেয়র পদে ৫জন। নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী। সাধারন কাউন্সিলর পদে ৫২ জন লড়াই করছেন। পৌরসভার ৩৭ কেন্দ্রে, ৮৯ হাজার ২২৪জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে পৌর পিতা মনোনিত করবেন।
অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌর নির্বাচনে মেয়র পদে লড়াই করছেন আওয়ামী লীগ মনোনীত শেখ নাসেরুল হক নৌকা প্রতীক, বর্তমান মেয়র তাজকিন আহম্মেদ চিশতি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র মেয়র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু নারিকেলগাছ প্রতীক, মেয়র প্রার্থী জামায়াতপন্থী নুরুল হুদা জগ প্রতীক, ইসলামী আন্দোলনের এস এম মুসতাফীজ-উর রউফ হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন।
উল্লেখ্য যে, বিগত ২০১৫ সালের সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মোট ৭৯ হাজার ৬ হাজার ৩৪ জন ভোটারের মধ্যে ৫১ হাজার ৬২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) তাজকিন আহমেদ চিশতি ১৬ হাজার ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী মো. আজহার হোসেন পেয়েছিলেন ১২ হাজার ৮৭৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু ১২ হাজার ৫৩২ ভোট পেয়ে ৩য় অবস্থানে ছিলেন এবং আওয়ামী লীগের (নৌকা প্রতীক) নিয়ে মো. সাহাদাৎ হোসেন ৯ হাজার ৭২ ভোট পেয়েছিলেন।
Development by: webnewsdesign.com