সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ১:১৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
apps

সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজলপুরে ইঞ্জিন চালিতভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চার জন।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তুজলপুর স্টার ভাটার সামনে এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সদর উপজেলার বদ্দীপুর কোলনীর মোফাব্বার আলীর ছেলে রাকিবুর রহমান (২৪) ও মুনজিতপুরের আমজাদ আলীর ছেলে মোকলেসুর রহমান।

সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামের ইঞ্জিন চালিতভ্যান চালক এন্তাজ আলী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মাধবকাটি বাজার থেকে দু’জন যাত্রী নিয়ে ঝাউডাঙা বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্টার ভাটা থেকে একটি ট্রলি বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এক যাত্রীর পা ভেঙে মারাত্মক জখম হয়। মোটর সাইকেল চালকসহ দু’জন আরোহীও মারাত্মক জখম হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মারা যান। আহত তিন জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।

আহতদের মধ্যে সাতক্ষীরা সদরের বদ্দীপুর কলোনীর সামছুর রহমানের ছেলে আসাদুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভ্যানযাত্রী রামেরডাঙা গ্রামের আজিজ আলী মোড়লের ছেলে শাহজাহান কবীর সদর হাসপাতালে ভর্তি থাকলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে ভ্যানচালক ও এক যাত্রী বাড়ি চলে গেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com