সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় ঘুড়ি বানানো দেখতে যেয়ে এক ব্যক্তির হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবন্ধী শিশু মাহি। আহত প্রতিবন্ধী শিশু উত্তর কোমরপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে বাকপ্রতিবন্ধী ফাতিন হাসনাত মাহি। আহত বাকপ্রতিবন্ধীর স্বজনরা জানান, মাহি তার খালার বাড়ি পারুলিয়ায় থাকে।
প্রতিদিনের ন্যায় প্রতিবেশী দক্ষিণ পারুলিয়া গ্রামের লন্ডি মান্দারের নাতির সাথে খেলা করতে যায়। এসময় লন্ডি মান্দারের নাতি ঘুড়ি তৈরী করছিল। একপর্যায়ে বাকপ্রতিবন্ধী মাহি ঘুড়ির উপর পড়ে যায়। ঘুড়ির উপর পড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে মান্দার এসে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। বাকপ্রতিবন্ধী শিশুটি খালার বাড়িতে যেয়ে অসুস্থ হয়ে পড়ে।
তার স্বজনরা শিশুটির গায়ে অনেকগুলো দাগের চিহ্ন দেখতে পায় তারা। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। বর্তমান শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে দক্ষিণ পারুলিয়া গ্রামের মান্দারের ছেলে নুর আহম্মেদ ঘটনার সত্যতা শিকার করে জানান, মাহি আমাদের বাড়িতে এসে বিরক্ত করায়। তাই আমার বাবা তাকে একটু মেরেছে।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, এবিষয়ে এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Development by: webnewsdesign.com