সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

বুধবার, ১৪ জুলাই ২০২১ | ১১:১৫ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
apps

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। আর জ্বর, কাশি, সর্দি নিয়ে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় ২৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪০ জন শনাক্ত হয়েছে।

২৫০ শয্যার সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ২৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৯ জন।

হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু থাকলেও আসন ও ডাক্তার সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। ৫৮ জন ডাক্তারের বিপরীতে ৩১ জন কর্মরত আছে। বাকী ২৭টি শূন্যপদ নিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান তিনি।

Development by: webnewsdesign.com