‘মেয়ে আমার অহংকার- ১৮র আগে বিয়ে নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় পল্লী সমাজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের ৬নং পল্লী সমাজের উদ্যেগে বাল্য বিয়ে প্রতিরোধ ক্যাম্পেইনে-উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-ইউপি সদস্য সারজিনা বেগম, পল্লী সমাজ সভাপ্রধান লিপি বেগম, সেক্রেটারি তাহেরা বেগম, ক্যাশিয়ার নূরজাহান বেগম, মুরশিদা খাতুন, কুলছুম খাতুন, রুবিয়া খাতুন, শিউলী, ছালেহা খাতুন, নূরজাহান, শান্তা, জুলিয়া, মৌ, মাহি, হাচিনা খাতুন, পারভিন, কাকলি প্রমূখ।
Development by: webnewsdesign.com