সাও পাওলোতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪০

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | ১১:৫৫ পূর্বাহ্ণ

সাও পাওলোতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪০
apps

ব্রাজিলের সাও পাওলোতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৪১ জন। বুধবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার সকালে সাও পাওলো শহরের ২১৭ মাইল পশ্চিমে তাগুয়াই পৌরসভায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কমপক্ষে ৩৭ আরোহী।

বাকিদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরও ৪ জন।

চিকিৎসকরা বলছেন- নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ, গুরুতর আহত অনেকের অবস্থা সংকটাপন্ন।

গণমাধ্যমগুলো বলছে, স্থানীয় একটি পোশাক কারখানার অর্ধ-শতাধিক কর্মীকে নিয়ে যাচ্ছিলো বাসটি। তবে ট্রাকে ঠিক কতজন আরোহী ছিলেন, সেটি নিশ্চিত নয়। এদিকে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে চলছে পুলিশি তদন্ত।

Development by: webnewsdesign.com