বলিউডের রাজ পরিবারের মেয়ে সারা আলি খান। বিখ্যাত পাতৌদি পরিবারের উত্তরসূরি অভিনেতা সাইফ আলী খানের কন্যা তিনি। সদ্য বলিউডে পা দিয়েই বক্স অফিস মাতিয়ে বেড়াচ্ছেন তিনি। প্রেম নিয়েও বেশ কয়েকবার খবরে এসেছেন এ অভিনেত্রী।
সারাহ বরাবরই তার সৎ মা কারিনা কাপুর আর বাবা সাইফ আলী খানের সম্পর্ক নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। বাবার সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের আর কারিনার একজন বড় ভক্ত বলেই নিজেকে পরিচয় দেন তিনি।
গেল ১২ আগস্ট তার জন্মদিনে এক মজার তথ্য দিয়েছেন কারিনা কাপুর। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, বিয়ের পর কারিনা আর সাইফ ঠিক করেছিলেন সিনেমাতে তারা আর কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না। কিন্তু পরবর্তীতে সারাই তাদের এ চুক্তি ভঙ্গ করতে বাধ্য করে। সারার মতে বর্তমান সিনেমার পটভূমি অনুযায়ী দুজন অভিনয়শিল্পী চুমু না খাওয়াটা বড়ই বেমানান।
সাইফ-কারিনাকে তিনি আরও বলেন, এটা খুব বোকামি হবে যদি তারা দুজন অন স্ক্রিনে চুমু না খান। গল্পের প্রয়োজনে দুজন চরিত্র অবশ্যই চুম্বন দৃশ্যে অভিনয় করতে পারে, তাতে দোষের কিছু নেই; বরং যতক্ষণ না তারা ক্যামেরার পেছনে কিছু করছে ততক্ষণ কোনো অসুবিধে নেই সারার।
সারার এমন উপদেশই মেনে চলছেন বাবা সাইফ আর সৎ মা কারিনা। সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে। সাইফের প্রথম সংসার না টিকলেও তার সন্তান এবং দু পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রায়ই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একসাথে তাদের নানা মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন।
Development by: webnewsdesign.com