সাইন বোর্ড, ব্যানারে বাংলা অক্ষরে লেখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১ | ৭:১৮ অপরাহ্ণ

সাইন বোর্ড, ব্যানারে বাংলা অক্ষরে লেখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন
apps

সাইন বোর্ড, ব্যানারে বাংলা অক্ষরে লেখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ফেব্ররুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এর আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য বলেন – দেশের সকল দোকানপাট, ব্যবসায়ী সংস্থার ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাইন বোর্ড, ব্যানারে বাংলা অক্ষরে লেখা এবং সর্বস্তরের বাংলা ভাষা চালু করতে হবে। সকালে এমন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে প্রগতিশীল নাগরিক সংহতি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন-ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি উপস্থিত ছিলেন, প্রগতিশীল নাগরিক সংহতি নেতৃবৃন্দ।

Development by: webnewsdesign.com