সাইন বোর্ড, ব্যানারে বাংলা অক্ষরে লেখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ফেব্ররুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এর আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য বলেন – দেশের সকল দোকানপাট, ব্যবসায়ী সংস্থার ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাইন বোর্ড, ব্যানারে বাংলা অক্ষরে লেখা এবং সর্বস্তরের বাংলা ভাষা চালু করতে হবে। সকালে এমন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে প্রগতিশীল নাগরিক সংহতি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন-ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি উপস্থিত ছিলেন, প্রগতিশীল নাগরিক সংহতি নেতৃবৃন্দ।
Development by: webnewsdesign.com