সাংবাদিক মুজাক্কির হত্যা ইস্যুতে ভোলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন 

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ৭:১০ অপরাহ্ণ

সাংবাদিক মুজাক্কির হত্যা ইস্যুতে ভোলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন 
apps
নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছেন ভোলা জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।মঙ্গলবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন বার্তা বাজার ভোলা প্রতিনিধি মোঃ অনিক আহমেদ ভোলা নিউজ ২৪ডটকম সম্পাদক মোঃ অমি আহমেদ , জি- টিভির ও যুগান্তর ভোলা প্রতিনিধি হেলাল উদ্দিন গাজী,ভোলার আলোর সম্পাদক মোঃ বেল্লাল নাফিজ।
বাংলা টিভি ও জাগো নিউজ ভোলা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ ও প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন খুনের সঙ্গে জড়িত সব আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এবং হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লাশ নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে তার হুঁশিয়ারি দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া বক্তারা আরো ঘোষণা দেন এর আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার ঘটেছেএ ছাড়া বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশনে মানব বন্ধন করে বিভিন্ন উপজেলায় অবস্থানরত সকল সাংবাদিক বৃন্দ।

Development by: webnewsdesign.com