সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ আর নেই।

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | ১১:৫৭ পূর্বাহ্ণ

সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ আর নেই।
apps

রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ আর নেই।সোমবার রাত ৮ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আলী আশরাফ অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রংপুর প্রতিনিধি, দৈনিক বায়ান্নর আলো’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক’র দায়িত্বে ছিলেন একাধিকবার।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (১৩ জুলাই) বাদ যোহর রংপুর নগরীর কামাল কাছনা রোডের চিড়ারমিল সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখানে তাকে মহানগর পুলিশ “গার্ড অব অনার” (রাষ্ট্রীয় শ্রদ্ধা) নিবেদন করবেন। মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর ২ টা থেকে ২ঃ১৫ পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে রাখা হবে। সেখান থেকে দাফন কার্য সম্পাদনের জন্য নুরপুর কবরস্থানে নেয়া হবে।

Development by: webnewsdesign.com