সাংবাদিক খালেদ হোসেনের উপর হামলা ও মামলার ঘটনায় ফুসে উঠেছে গণমাধ্যমকর্মীরা

রবিবার, ১৪ মার্চ ২০২১ | ৬:৫৩ অপরাহ্ণ

সাংবাদিক খালেদ হোসেনের উপর হামলা ও মামলার ঘটনায় ফুসে উঠেছে গণমাধ্যমকর্মীরা
apps

প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেনের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা ফুসে উঠেছে তাদের অংশ গ্রহনে গাইবান্ধার সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে শহরের ১ নং ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী করেন ক্ষুব্ধ সাংবাদিকরা।

১৪ মার্চ রবিবার সকালে শহরের ডিবি রোডে গাইবান্ধার সাংবাদিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কেএম নেয়ামুল আহসান পামেল, সময় টিভির স্টাফ রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু, প্রেসক্লাব গাইবান্ধার যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমস এর গাইবান্ধা জেলা প্রতিনিধি জাভেদ হোসেন, পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,পলাশবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, দৈনিক মতপ্রকাশ পত্রিকার জেলা প্রতিনিধি লালচাঁন বিশ্বাস সুমন, সাংবাদিক মাহাবুব মিয়া, সিএনএন বাংলা টিভির ফারহান শেখ, দৈনিক বিশ্বমানচিত্র পত্রিকার জেলা প্রতিনিধি ছালাম আশেকী, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শহিদুল হক, এশিয়ান টিভির ফুলছড়ি ও সাদুল্লাপুর থানা প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, কোলকাতা টিভি’র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফ, দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার নুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, নির্মল মিত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।

এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আরিফুল ইসলাম বাবু, একুশে টেলিভিশনের আফরুজা সিদ্দিক লুনা, এসএটিভির কায়সার প্লাবন, একাত্তর টেলিভিশনের শামীম আল সাম্য, বৈশাখী টিভির এসএম বিপ্লব, ডিবিসি নিউজের রিক্তু প্রসাদ, ফোকাস বাংলার কুদ্দুস আলম, আনন্দ টিভি’র মিলন খন্দকার, বাংলাভিশনের ফিরোজ কবির মিলন, প্রমুখ।

বক্তারা খালেদ হোসনের উপর হামলাকারী সাখোয়াত হোসেন শেলীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। একই সাথে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মো: মুজিবুর রহমানের প্রত্যাহার সহ খালেদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবীও জানান। এসময় উত্থাপিত দাবী না মানা হলে জেলা ও দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হবে বলে দাবী করেন বক্তাগণ।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে থানা পাড়ায় একই পাড়ার সাখোয়াত হোসেন শেলী পৌর নির্বাচনের জের ধরে তার উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক খালেদ হোসেন বাদী হয়ে পরের দিন সদর থানায় মামলা করেন। তার দুইদিন পর আসামী সাখোয়াত হোসেন শেলী পলাতক থাকা অবস্থায় তার স্ত্রীর মাধ্যমে সাংবাদিক খালেদ হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যা পরবর্তীতে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মো: মুজিবুর রহমান তিনি সাংবাদিক খালেদ হোসেনের নামে দায়ের করা মামলাটি মিথ্যা বলে সাংবাদিকদের নিকট স্বীকার করেন।

Development by: webnewsdesign.com