রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশের কিছু সদস্যের উদ্দেশ্যপ্রণোদিত নৃশংস হামলার ঘটনায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে এবং এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংগঠনটি।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সংগ্রহের সময় পুলিশ বিনা উসকানিতে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও বুট দিয়ে বেপরোয়াভাবে আঘাত করে। এতে আহত হয়েছেন— কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার খন্দকার আসিফুজ্জামান, দৈনিক বাংলাদেশ মিডিয়ার স্টাফ রিপোর্টার সামিউল হক খাঁন, যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আদনান জুবায়ের শাওন, সময়ের আলোর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুব আলম শ্রাবণ, , কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মিলন, টাইম নিউজের রিপোর্টার সাইফুদ্দিনসহ ১০–১২ জন সাংবাদিক। তাদের ওপর পুলিশের লাঠি ও বুটের আঘাতে কয়েকজন গুরুতর আহত হন।
এমআরএ সভাপতি ও দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া চিফ রিপোর্টার ফখরুল ইসলাম বলেন, পুলিশ বাহিনীর মধ্যে সংস্কারের ঘাটতি ও দায়বদ্ধতার অভাবে এখন তাদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। বিনা কারণে দায়িত্বশীল সাংবাদিকদের ওপর হামলা পুলিশের পেশাগত সীমালঙ্ঘন। এই বর্বরতা শুধু পুলিশের ভাবমূর্তি নষ্ট করছে না, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। প্রেসক্লাবের মতো সংবেদনশীল এলাকায় সাংবাদিকদের রক্তাক্ত করা ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, দোষীদের শাস্তি না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, গণঅভ্যুত্থানের পূর্বেকার পুলিশি মানসিকতা আজও টিকে আছে। পুলিশের এই বিদ্বেষপূর্ণ আচরণ ক্ষমতার দাম্ভিকতারই বহিঃপ্রকাশ। আজ সাংবাদিকদের রক্ত ঝরানো হয়েছে—কাল হয়তো জনগণও রেহাই পাবে না। আমরা দাবি জানাই, এই ঘটনার জন্য পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।
এমআরএ নেতৃবৃন্দ আরও বলেন, দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি একটি ফৌজদারি অপরাধ। রাষ্ট্রের আইন-শৃঙ্খলার রক্ষক হিসেবে পুলিশের এমন ন্যক্কারজনক আচরণ জাতিকে হতবাক করেছে। এই অপরাধের বিচার না হলে তা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
এমআরএ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তার দায় কেউ এড়িয়ে যেতে পারবে না। আমরা এই ঘটনার স্বচ্ছ তদন্ত, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
Development by: webnewsdesign.com