ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে। বুধবার (৪ জানুয়ারী) সরাইল ব্যাটালিয়নের একাধিক বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী নোয়াবাদী রাজাপুর ও দেবপুর নামক স্থান হতে ১০২৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি গাঁজা ৩১ বোতল হুইকি এবং ১০৮০টি ভারতীয় ফিয়ামা সাবান আটক করে। আটককৃত মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দিয়েছে এবং এগুলি ধংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ, সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি কর্তৃক এ ধরনের মাদকদ্রব্য আটকের কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিপূর্বেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করে প্রশংসনীয় ভূমিকা পালন করছে ২৫ বিজিবি।
Development by: webnewsdesign.com