ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার(১৪/১২/২০২১) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম জজ মিয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উক্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা।মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
এদিকে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ” ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস” যথাথোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com