সরাইল কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | ১২:৩৭ অপরাহ্ণ

সরাইল কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
apps

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার(১৪/১২/২০২১) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম জজ মিয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উক্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা।মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

এদিকে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ” ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস” যথাথোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।

Development by: webnewsdesign.com