সরাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ৮:০৭ অপরাহ্ণ

সরাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
apps

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সরাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ৬ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী। ঘাতকদের হাতে শহীদ দেশের সেইসব সূর্যসন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।

বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। (১৪ ডিসেম্বর) শ্রদ্ধার সঙ্গে পুরো জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে। তাই এ দিনটি জাতির বিবেক হত্যার কলঙ্কময় দিন।

সরাইল উপজেলার প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া শ^রণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক আল মামুন খান, দপ্তর ও প্রচার সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান খন্দকার, সদস্য ও মোঃ রিমন খান, পত্রিক টিভি উপজেলা প্রতিনিধি মোঃ শরিফ বক্স, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com