ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চোর ডাকাত, মাদক ব্যবসা নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আলোচনা সভা করেছেন চাকসার গ্রামবাসী।
শনিবার (১৪ জুন) বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার-মূলবর্গ মাদ্রাসার ময়দানে গ্রামবাসীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছায়েদ হোসেন।
বিশিষ্ট শালিস কারক আব্দুর রহমান (পাশা) সঞ্চালনায় বক্তব্য দেন, প্রফেসার মোঃ অহিদ মিয়া, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ছায়েদ মিয়া, কালিকচ্ছ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, বিশিষ্ট শালিস কারক মোঃ জজ মিয়া, বিশিষ্ট শালিস কারক আতিকর রহমান হেলো মিয়া, মোঃ আবুল কাসেম, মোঃ আকমালুজ্জান ভূইয়া (মোহন), আব্দুল আওয়াল, আব্দুর রশিদ, প্রমুখ।
Development by: webnewsdesign.com