সরাইলে মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম’র ইন্তেকাল

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৩:২৬ অপরাহ্ণ

সরাইলে মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম’র ইন্তেকাল
apps

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মাটি ও মানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আওয়ামী লীগের সরাইল উপজেলা সাবেক সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ডায়াবেটিস কিডনি সহ নানান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুইদিন আগে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়সজন রেখে গেছেন।

উনার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।

Development by: webnewsdesign.com