দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) কঠোর লকডাউনের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করায় ২০ জনকে উনিশ হাজার তিনশত(১৯৩০০) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মংলা বাজার ও নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
এসময় বিজিবি সদস্য, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এবং তদন্ত ওসি মোস্তাফিজুর রহমান নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, সারাদেশে করোনার ভয়াবহ পরিস্থিতি রোধ কল্পে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন এর পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল অভিযান চলাকালীন সময়ে, (মংলা বাজার ও নয়ানগর) এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ১৬ টি মামলায় ২০ জনকে উনিশ হাজার তিনশত(১৯৩০০) টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Development by: webnewsdesign.com