রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার কোনো সম্ভাবনা চাইলে ইউক্রেনকে ‘রাশিয়ার সঙ্গে আলোচনায় না বসার’ ঘোষণা (ডিক্রি) বাতিলকরত েহবে।
ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্যে পুতিন এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্বাস করে ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত, তাহলে (ইউক্রেন) আলোচনা নিষিদ্ধ করার ডিক্রি বাতিল করুক।
পুতিন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তাহলে ইউক্রেনের ডিক্রি বাতিল করা উচিত। তারপর আমরা দেখব। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তারা প্রকাশ্যে বলেছে যে তারা সমঝোতা করবে না। এখন তারা প্রকাশ্যে বলুক যে, তারা সমঝোতা করতে চায়।’
২০২২ সালের অক্টোবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের সাথে যে কোনও আলোচনার সম্ভাবনাকে ‘অসম্ভব’ ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে এক ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন। ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ করে প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর এই ডিক্রি জারি করা হয়। সূত্র: সিএনএন
Development by: webnewsdesign.com