সপ্তম বছরের মতো বৈশ্বিক অস্ত্র বিক্রি ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ১:৪৩ অপরাহ্ণ

সপ্তম বছরের মতো বৈশ্বিক অস্ত্র বিক্রি ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে
সপ্তম বছরের মতো বৈশ্বিক অস্ত্র বিক্রি ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে
apps

বিশ্বের সর্বোচ্চ ১০০ প্রতিরক্ষা কোম্পানির অস্ত্র ও সামরিক পরিষেবাসমূহের বিক্রি ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের নতুন ডাটায় এই তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত অস্ট্র শিল্পের ডাটাবেসে বলা হয়েছে, ২০১৯-২০ সালে ১ দশকি ১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে অস্ত্র বিক্রি ২০২২ সালে ১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। এটা টানা সপ্তম বছরের মতো বৃদ্ধি।

সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্র বিক্রি অবনতি হওয়ার কথা ছিল। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। পশ্চিমা দেশগুলোতে রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র সরবরাহকারী দেশ। ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার অস্ত্র সরবরাহের সাপ্লাই চেইনে কিছুটা ভাটা পড়ে। সূত্র: আল জাজিরা

Development by: webnewsdesign.com