সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব: জি এম কাদের

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ১২:১০ অপরাহ্ণ

সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব: জি এম কাদের
apps

নির্বাচনকে ‘গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার’ বলে অভিহিত করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার। সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব। বর্তমান সময়ে সরকারদলীয় প্রার্থীরা নির্বাচনে অর্থ ও পেশী শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এমন বাস্তবতায় প্রশাসন সহায়তা করছে সরকারি দলের প্রার্থীদের। নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে না প্রশাসন। ফলে নির্বাচনের ফলাফল একতরফা হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে পল্লীবন্ধু পদক-২০২১ বাস্তবায়ন পরিষদের এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ‘একতরফা নির্বাচনে’র কারণে দেশে অপশক্তির উত্থানের আশঙ্কার কথাও জানান জি এম কাদের। তিনি বলেন, রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে। এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিতে শূন্যতা তৈরি হতে পারে। এই সুযোগ অপশক্তির উত্থান হওয়ার আশঙ্কা রয়েছে।

কখনো কখনো অপশক্তির উত্থান অধিকারবঞ্চিত সাধারণ মানুষের সমর্থন পায়, যা কখনোই গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা হতে পারে না। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।
সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব ।

Development by: webnewsdesign.com