স্টাফ রিপোর্টার
৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। দেশের মাটিতে মিশে আছে শহীদদের পবিত্র রক্ত। সেই দেশের মাটিকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে ব্যতিক্রমী প্লাস্টিক বোতলের প্রদর্শনীর আয়োজন করেছে বিডি কিন নামে একটি সংগঠন। ৩০ লাখ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পরিবেশের জন্য মারত্মক তিকর ৩০ লাখ প্লাস্টিকের বোতল কুড়িয়ে তার রিসাইকেল নিশ্চিত করতে এ আয়োজনের উদ্যোগে নিয়েছে সংগঠনটি।
রোববার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর ওয়ারলেস রোডের বনানী বিটিসিএলের টিএনটি মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিডি কিনের আয়োজনে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় রোববার এই আয়োজনের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আয়োজন সম্পর্কে বিডি কিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন জানান, জনসচেতনতামূলক এই প্রদর্শনীতে থাকবে ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ১৯ ফিট বাই ৭১ ফিট একটি নৌকা, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন। এছাড়া থাকবে প্লাস্টিক বোতলের ঢাকনা দিয়ে তৈরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি এবং নানা ধরনের দৃষ্টিনন্দন সামগ্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জনসচেতনতা সৃষ্টি করার ল্েয বিডি কিনের এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। প্লাস্টিকের ব্যবহার আমরা কীভাবে কমাতে পারি, সে বিষয়ে আমাদের এখনই ভাবতে হবে। যারা প্লাস্টিকের বোতল নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে আলোচনা করা করে এমন একটি পদ্ধতি বের করতে হবে যেন সেই বোতলের দাম এক টাকা বেশি রাখা হয়। সেই সঙ্গে বোতলটি যিনি পরে ফেরত দেবেন, তাকে ওই এক টাকা ফেরত দেয়া হবে। তাহলে হয়তো বা যত্রতত্র বোতল কেউ ফেলবে না। এমন সব পদেেপর মাধ্যমে আমরা আমাদের শহরের পরিবেশ রা করতে পারব।’
বিডি কিনের প্রধান সমন্বয় ফরিদ উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম মঞ্জুর হোসেন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহম্মাদ নাসির, আমেরিকান কোম্পানি ওয়েস্ট টেকনোলজি এলএলসির সিইও ড. মহিউদ্দিন সরকার প্রমুখ।
Development by: webnewsdesign.com