শ্রীলঙ্কা থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দেশে নিয়ে যাওয়া হলো এশিয়া কাপ। এর ফলে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে এবারের এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২১ জুলাই) বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর জানান বোর্ডটির সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, এশিয়া কাপ আরব আমিরাতে হবে। কারণ একমাত্র সেখানেই তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এর আগে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়- দেশে রাজনৈতিক সঙ্কটের জন্য এই সময় কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। এরপরই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক কর্মকর্তা জানান, বিকল্প হিসেবে ভারতের কথাও ভাবা হচ্ছে। সেই সময় তিনি দাবি করেন, আরব আমিরাত এখনও নির্দিষ্ট হয়নি।
এশিয়া কাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশও। কিন্তু আগস্টে আমাদের দেশে বৃষ্টি হয়। সেই কারণে তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ভারতে টুর্নামেন্ট সরিয়ে আনা নিয়ে আলোচনা হলেও শেষপর্যন্ত ওই বৃষ্টির কারণেই ভারতের নামও বাদ যায়। সব মিলিয়েই অগ্রাধিকার পায় আরব আমিরাত। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর হবে এশিয়া কাপ। টি-২০ বিশ্বকাপের কথা ভেবে এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে হবে টুর্নামেন্ট।
Development by: webnewsdesign.com