সংযুক্ত আরব আমিরাতে প্রাথমিক বাণিজ্যে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল ছিল। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বাজার শুরুর দিকে স্বর্ণের দাম বেড়েছে।
আমিরাতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে প্রতি আউন্স স্বর্ণ বেচা-কেনা হয়েছে ১৮৩১.৩৭ ডলারে। ২৪ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি গ্রামে এক দিরহাম করে বেড়েছে।
দুবাই গোল্ড ও জুয়েলারি গ্রুপের তথ্যানুযায়ী, ২৪ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ২২২ দিরহামে বিক্রি হয়েছে। এর আগের দিন বুধবার ২৪ ক্যারেটের প্রতি গ্রাম বিক্রি হয়েছে স্বর্ণ ২২১ দিরহামে। ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম বিক্রি হয়েছে যথাক্রমে ২০৮.৫ দিরহাম, ১৯৯ দিরহাম ও ১৭০.৫ দিরহামে।
Development by: webnewsdesign.com