শহীদুল ইসলাম স্বাধীন যুবলীগের কোনো সাংগঠনিক কমিটির কেউ নয় বলে সাংবাদিক সম্মেলন করে দাবি জানিয়েছে বাংলাদেশ যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখা।
শনিবার (২০ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি উত্থাপন করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর।
সংবাদ সম্মলনে তিনি বলেন- ২০০৭ সালের পর থেকে দিরাই শাল্লা উপজেলায় কোনো সাংগঠনিক কমিটি নেই। স্বাধীন কোনো ইউনিটির সাথে জড়িত নয়। ঘটনাপ্রবাহ অন্য দিকে মোড় নিতে মনগড়াভাবে যুবলীগের নামে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের নেতাকর্মীরা হামলার সাথে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
Development by: webnewsdesign.com