সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো নিম্নমানের সামগ্রী

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩১ পূর্বাহ্ণ

সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো নিম্নমানের সামগ্রী
apps

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার থেকে বীরগাঁও পর্যন্ত সড়ক সংস্কার কাজে নিম্নমানের ভাঙা ইট, মাটি মিশ্রিত পাথর ও মানহীন বিটমাটি ব্যবহারের অভিযোগ করেছিলেন এলাকাবাসী। তাদের অভিযোগের প্রেক্ষিতে দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকায় অনলাইন সংস্করনে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়েছে সংশ্লিষ্টদের। এরপর সরিয়ে নেওয়া হয়েছে রাস্তার পাশে রাখা নিম্নমানের নির্মাণসামগ্রী।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের সামনে থেকে ট্রাক্টরে করে এসব নির্মাণসামগ্রী সরিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ভাঙা ইট ট্রাক্টরে তুলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন রাস্তার কাজের ব্যবস্থাপকদের (সাইড ম্যানাজর) একজন ফয়ছল আহমদ।

এ প্রতিবেদকের কথা হয় তার সাথে। ফয়ছল আহমদ জানান, আমরা যখন মালগুলোর (ভাঙা ইট) অর্ডার দেই তখন ভালো মালেরই অর্ডারই দিয়েছিলাম। ভোলাগঞ্জের পার্টি রাতে আমাদের না জানিয়েই তৃতীয় মানের ভাঙা ইট পাঠিয়ে দিয়েছিলো। যা দেখে আমার কাছেই খারাপ লাগে। পরে ফোনে কল করে তাকে শাসিয়েছি। নিম্নমানের মাল ফেরত নিতে বলেছি। এসবের প্রমাণও আমার কাছে আছে। চাইলে দেখতে পারেন। আমার এমডি মহোদয় কথা বলেছেন। আমরা ট্রাকে করে তাদের নিম্নমানের মালগুলো পাঠিয়ে দিচ্ছি।

বালু ও পাথরের ব্যপারে তিনি বলেন, শ্রমিকদের আমরা ইতোমধ্যে নির্দেশ দিয়েছি, একাধিকবার ধুয়ে পাথর ব্যবহার করার জন্য। এর আগেও ধুয়ে ব্যবহার করেছে। ভুলে হয়তো দুই একবার মিসটেক হতে পারে।ভালো বালু এনেছি। নতুন করে ভালো মানের ভাঙা ইট আনা হয়েছে। সামান্য কাজের জন্য আমাদের স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে দেবো না।

পাগলা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমরা দেখেছি তারা ভালো ভাঙা ইট নিয়ে এসেছেন। নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে দেখেছি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ। এমনটা হলে আমরা (এলাকাবাসী) খুশি হবো। যেহেতু এটা ব্যস্ততম একটি সড়ক সেহেতু নিয়মিত পানি ছিটিয়ে কাজ করার অনুরোধ করেছি। তারা একটি পানির মোটরপাম্প বসিয়েছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকায় অনলাইন সংস্করনে ‘পাগলা-বীরগাঁও সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ৪ কোটি ৩৩ লাখ টাকার এই কাজ পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ্ এন্ড ব্রাদার্স। সড়কের প্রথম ৭ কিলোমিটারের কাজ হবে এই টাকায়। বীরগাঁও খালপাড় অংশ থেকে গুইড়াখালের ব্রিজ হয়ে বীরগাঁও বাজার পর্যন্ত হবে দ্বিতীয় অংশের কাজ। প্রায় সমমূল্যের এই কাজে এখন মাটি ভরাট চলছে।

 

Development by: webnewsdesign.com