শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন ও শরিফুল

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন ও শরিফুল
apps

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুঃসংবাদ। ইনজুরিতে ছিটকে গেছেন তাসকিন আহমেদ এবং আরেক পেসার শরিফুল ইসলাম। তাদের প্রথম টেস্ট খেলা হচ্ছে না।

এ কারণে পেস ইউনিট নিয়ে চাপে আছে বিসিবি।বিসিবি অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটপঞ্জি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ প্রায় দুইশ’ আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

হোম অব ক্রিকেটে রোববারের সব ব্যস্ততা ক্রিকেট অপারেশন্স আর সিলেকশন প্যানেলের। সকাল সকাল শুরু হওয়া বৈঠকটা গড়ালো মধ্য দুপুর পর্যন্ত। অতীতে এমন চাপে পড়েনি মিনহাজুল আবেদিনের সিলেকশন প্যানেল যেমনটা পড়েছে এপ্রিলের মাঝামাঝিতে।

তিন নির্বাচক কাজ করছেন পাঁচটা দল নিয়ে। মে-তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়াও তিন ফরম্যাটেই উইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ।জাতীয় দল শুধু না, ক্যারিবিয়ান দ্বীপে সফর করবে ‘এ’ দলও। দল চূড়ান্ত করা নিয়ে যতটা না চাপে তিন নির্বাচক, তার চাইতে ভাবনাটা বেশি দুই পেসারের ইনজুরি নিয়ে।

তাসকিন আহমেদ সাউথ আফ্রিকা সফরে বাংলার রূপকথার নায়ক। তবে আপাতত ইনজুরিতে নায়ক নির্বাসনে। কাঁধের চোঁটে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলা হচ্ছে না ঢাকা এক্সপ্রেসের।

বিসিবি ভাবনায় চিকিৎসার ধরন নিয়ে। যা নির্ধারণে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে। দুঃসংবাদ এখানেই শেষ নয়।ইউরিনাল ইনফেকশনে ছুঁড়ি কাঁচির নিচে যেতে হচ্ছে আরেক গতি তারকা শরিফুল ইসলামকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হবে না বাঁ-হাতি এই পেসারের। টেস্টে উন্নতি করতে আইপিএলকে ‘না’ সাকিবের।

ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলায় সেরা দুই পেসার না থাকায় ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে ভাবনাটা আরো জোরালো হয়েছে ক্রিকেট বোর্ডে।

আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের পরের উইন্ডো ২০২৩ থেকে ২৭। চার বছরে টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি- এই তিন ফরম্যাটে কমপক্ষে ১৮৫টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংখ্যাটা বছরে প্রায় ৫০ এর কাছাকাছি। ক্রিকেট বোর্ড আর ক্রিকেটারদের জন্য অপেক্ষায় বড় চ্যালেঞ্জ।

Development by: webnewsdesign.com