হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন। চিকিৎসকরা জানিয়েছেন শঙ্কামুক্ত আছেন তিনি।
আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর মুরালিধরন। দলের সঙ্গে চেন্নাইয়ে ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা মুরালিধরনের এনজিওপ্লাস্টি করেছেন। আপাাতত বিপদমুক্ত টেস্টে রেকর্ড ৮০০ উইকেট শিকারি এই স্পিনার।
গেল শনিবার (১৭ এপ্রিল) ছিল তার জন্মদিন। এদিন মুম্বাই ইন্ডিন্সের বিপক্ষে ম্যাচে ডাগআউটে ছিলেন তিনি। হায়দ্রাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান গণমাধ্যমে জানিয়েছেন, আইপিএলে আসার আগেই হৃদযন্ত্রে একটি ব্লকেজ থাকায় শ্রীলঙ্কায় চিকিৎসকদের কাছে গিয়েছিলেন ৪৯ বছর বয়সী মুরালি।
তখন চিকিৎসকরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, আপাাতত স্টেন্ট বসানোর প্রয়োজন নেই। কিন্তু চেন্নাইয়ে চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে এনজিওপ্লাস্টি করেন। আপাাত ভাল আছেন। খবু শিগগিরই বাড়ি ফিরতে পারবেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
Development by: webnewsdesign.com