শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ১:১৭ অপরাহ্ণ

শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি
apps
সোমবার (১৪ ফেব্রুয়ারী) মৌলভীবাজারের  শ্রীমঙ্গল সার্কেল অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি  মফিজ উদ্দিন আহমেদ পিপিএম,। ডিআইজি শ্রীমঙ্গল সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী।
 অভ্যর্থনাকালে উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ জিয়াউর রহমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  সাদেক কাউসার দস্তগীর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম । শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শনকালে  ডিআইজি  নির্মাণাধীন শ্রীমঙ্গল অফিসার মেসের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।
 ডিআইজি  শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শন শেষে মৌলভীবাজার সদর মডেল থানার আয়োজনে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে “আধুনিক মৌলভীবাজার শহর ব্যবস্থাপনা ও যানজট নিরসন” সংক্রান্তে বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় মৌলভীবাজার জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।মঙ্গলবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Development by: webnewsdesign.com