শ্রীমঙ্গল পৌরসভার সেবাগ্রহীতাদের মাঝে মাস্ক বিতরণ

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৪১ অপরাহ্ণ

শ্রীমঙ্গল পৌরসভার সেবাগ্রহীতাদের মাঝে মাস্ক বিতরণ
apps

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে আগত সেবাগ্রহীতাদের মাঝে ফেস মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন মোকাবেলায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে পৌরসভায় আগত সেবাগ্রহীতাদের মাঝে এসব ফেস মাস্ক বিতরণ করেন পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র মহসিন মিয়া মধু বলেন, করোনা সংক্রমন বিস্তার রোধে পৌরসভার ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন দপ্তরে যারাই সেবা নিতে আসবেন এমন নাগরিকদের মাঝে মাস্ক বিতরণ করা হবে। মাস্ক ব্যতীত কাউকে পৌর সেবা দেয়া হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণের বিস্তার ঠেকাতে শীঘ্রই পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে জীবাণুনাশক ও মশক নিধন স্প্রে ছিটানো হবে। এ জন্য তিনি পৌরবাসীদের সহয়োগীতা কামনা করেছেন।

Development by: webnewsdesign.com