শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১১

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৪১ অপরাহ্ণ

শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১১
শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১১
apps

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে রোববার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬২০ লিটার দেশিয় চোলাইমদসহ ছয় জন, ২৪টি ইয়াবা ট্যাবলেটসহ একজন, চার বোতল বিদেশিমদসহ একজন, পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার একজন ও পুলিশ আইনের ৩৪ ধারায় একজনসহ মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কালীঘাট চা বাগানের বীরবল রবিদাসের ছেলে মনিলাল রবিদাস (৫০), ভাড়াউড়া চা বাগান এলাকার ভোলা রবিদাসের ছেলে শংকর রবিদাস (৬০), একই এলাকার মৃত কাশি কেওটের ছেলে কমল কেওট (৪০), একই এলাকার মৃত সুভাষ রবিদাসের ছেলে নারদ রবিদাস (৫০), রামনগর গ্রামের মৃত মজিদ খাঁনের ছেলে মো. আজিম (৫০) ও উত্তর ভাড়াউড়া গ্রামের মৃত সতেন্দ্র সূত্রধরের ছেলে সুকুমার সূত্রধরকে (৬০) ভাড়াউড়া চা বাগান থেকে ৬২০ লিটার দেশিয় চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া মুসলিমবাগ এলাকার মৃত আব্দুল কাইয়ুমের ছেলে মো. টিপু মিয়াকে (৩৩) রামনগর জোড় পুলের পাশ থেকে ২৪টি ইয়াবা ট্যাবলেটসহ এবং আরামবাগ গ্রামের মৃত লছনা রবিদাসের ছেলে চন্দন রবিদাসকে (৩৩) চার বোতল বিদেশি মদসহ হবিগঞ্জ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Development by: webnewsdesign.com