বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ারস অ্যাসোসিয়েশনের আয়োজনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন রাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, সাবেক ক্রিকেটার ও ফুটবলার পিযুষ কান্তি দত্ত, সাবেক ক্রিকেটার ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু কাওছার লাভলু।
শ্রীমঙ্গল উপজেলার মোট ৪৪ টি দল নিয়ে এই টূর্ণামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় গোল্ডেন ক্লাব ৭ উইকেটে থান্ডার্স ক্লাবকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে থান্ডার্স ক্লাব সবক’টি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে গোল্ডেন ক্লাব ১০.৩ বলে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ২৫ বলে ৮০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অপি।
Development by: webnewsdesign.com