মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুপার শপ ‘স্বপ্ন’ চুরির ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে আসামী মোঃ রাজন মিয়া (২২), গোলাপ মিয়া ওরফে সৌরভ (২১), মোঃ শরীফ হোসেন (২২), রবিউল ইসলাম (২৮) দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Development by: webnewsdesign.com