উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মৌলভীবাজার জেলা অটো টেম্পু, মিশুক, ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩৫৯ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার অন্তর্ভুক্ত মৌলভীবাজার রোড শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে নয়টি পদে ২১ প্রার্থীরা অংশগ্রহণ করে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আজাদ মিয়া ৩৭৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোঃ জয়নাল আহমদ ৩৯৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া ৩১৬ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী শ্রী পরিমল দেব ২৬৭ ভোট পেয়েছেন।
শুক্রবার ৩ মার্চ উৎসবমুখর পরিবেশে ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর এ সালাম, নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা সভাপতি মোঃ রুহুল আলম রনি, শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সালাম আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহসভাপতি মোঃ আব্দুল মজিদ ২৩৫ ভোট, সহ সাধারণ সম্পাদক জুয়েল মিয়া ৩৫৩ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ জমসেদ মিয়া ৩৩৩ ভোট, অর্থ সম্পাদক মোঃ ফজর আলী ৩৬৯ ভোট, দপ্তর সম্পাদক মুকিত আহমদ মুজিব ৩৯৩ ভোট, প্রচার সম্পাদক সুয়েল মিয়া ২৮২ ভোট, কার্যকরী সদস্য মেঃ নজরুল ইসলাম ৩৩২ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, প্রধান নির্বাচন কমিশনার উপজেলা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হাজী মোঃ কামাল হোসেন, সদস্য সচিব উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, মখলিছুর রহমান খালিছ, মেঃ শামীম আহমেদ, মোঃ সুয়েব আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
Development by: webnewsdesign.com