শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | ৬:৪৬ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পর্যটন নগরী শ্রীমঙ্গলের নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়।আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় পর্যটনের উন্নয়ন বিকাশ। যেমন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার রাস্তার দু’পাশে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ফুল গাছ লাগানো, শহরকে যানজট মুক্তকরণ, ফুটপাত উন্মুক্ত রাখা, ময়লার ভাগাড় অপসারণ নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা, খাদ্যে ভেজাল মিশ্রন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সহ আরও বেশ কিছু বিষয়।

এতে উপস্থিত ছিলেন নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি কাওছার ইকবাল, দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাংবাদিক শামীম আক্তার হোসেন, বিকুল চক্রবর্তী, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ সালাহউদ্দীন, আতাউর রহমান কাজল, চৌধুরী ভাস্কর হোম, ইমন দেব চৌধুরী, শিমুল তরফদার, এস কে দাস সুমন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পদোন্নতি নিয়ে সদ্য-বিদায়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা নজরুল ইসলামের নাম উল্লেখ করে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, তিনি অত্যন্ত কর্মঠ ও রুচিশীল অফিসার ছিলেন। শ্রীমঙ্গল উপজেলাকে সুন্দর একটি ফুলের বাগান হিসেবে সাজিয়ে গেছেন তিনি। আমি সেই বাগানের মালি হয়ে বাগান থেকে ফুল ফোটাতে চাই। সেজন্য নবাগত ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Development by: webnewsdesign.com