শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিকের মৃত্যু, আহত ৭

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | ১০:৩৯ পূর্বাহ্ণ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিকের মৃত্যু, আহত ৭
apps

শ্রীমঙ্গল উপজেলায় সাতগাঁও ইউনিনের অন্তর্গত সাতগাঁও চা বাগানের সামনে মৌলভীবাজার টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হন। আহতদের তাৎক্ষণিক নামও পরিচয় জানা যায়নি

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে আমরাইলছড়া চা বাগানের একটি পিকআপ (যাহার রেজি নং সিলেট মেট্রো ন-১১-০১৮৩) চা পাতা ভর্তি ১৫ জন শ্রমিকদের নিয়া আঞ্চলিক মহাসড়কের প্রবেশ করাকালীন সময় গাড়ীর চাকা পামছাড় হইলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলে উল্টে গিয়ে গাড়ীতে থাকা চা শ্রমিকগন গাড়ীর নিচে পরে ৬/৭ জন চা শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

নিহতারা হলেন হৃদয় রবিদাস (১৯), পিতা-রাম রবিদাস,বিলাস দাস (১৭), পিতা-কাজলদাস, উভয় সাং-আমড়াইলচড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয় নিয়ে নিশ্চিত করে জানান,দূর্ঘটনা কবলিত গাড়ীটি হাইওয়ে পুলিশের হেফাজত আছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

Development by: webnewsdesign.com